আমি সঠিক সন্ধানী মিথ্যাকে করি ভয়
আমি নিত্য নতুন বাধা পেরিয়ে সত্যকে
করিব জয়।
উদ্দাম প্রতিবাদী অন্যায়কে
করিনা আপোষ বাদী,
মানুষত্ব থাকিলে সে সিংহ
পুরুষ অবিসম্ভী।
কত দুভি’ক্ষ কত হাহাকার
অন্য বাসের সন্ধানে –
ধনী হয়ে তুমি দিচ্ছো ধিক্কার
গরীব দুঃখী জনেরে।
কত শিশুর কান্না কত মায়ের আত’নাদ
একটু বেচে থাকা,
দিতে পারিনা আমরা কি তাদের
একটু বাচার আশা!
আমি নিবা’ক আমি হতবাক –
নিষ্পেশিত ভরা এ সমাজ।
এসো হে যুবক রাখি হাতে হাত
শপথ আবার,
দোষে ভরা সমাজ ভেংগে-
গড়ি সোনালী সকাল।
তুমি শক্তি তুমি বল,
সঠিক পথের সন্ধানী-
তুমি থেকো অবিচল।
Leave a Reply