গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলে ১৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ এসেছে। (২৮ নভেম্বর)সোমবার দিবাগত রাত ১২ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ১৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে ।
সোমবার দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারী পার্ক সড়কে সামিন ফুড এন্ড বেভারেজ টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও শ্রীপুরসহ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এঘটনায় কোন হতাহত হয়নি। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কারখানার কর্মকর্তা ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন জানান, কারখানার এ গোডাউনে প্রচুর পরিমাণ সুতা ও তোলাসহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে গেছে এতে ধারণা করা হচ্ছে প্রায় তিন থেকে ৪শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply