শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলা ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নজরুল ইসলাম এই প্রতিবেদককে জানান- রাত পৌনে ১২টায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই, পরে গোপালগঞ্জের একটি ইউনিট এসে আমাদের সাথে যোগ দেয়, তিনটি ইউনিট ও স্থানীয় জনতার সতায়তায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে হুমায়ুন দাড়িয়ার ফিড, মামুন কাজীর সীট কাপুড়, শক্তি দে’র টেইলার্স, গৌরাঙ্গ সাহার হার্ডওয়ার, এবং গিয়াস উদ্দিনের সীট কাপুড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান- গৌরাঙ্গ সাহার হার্ডওয়ার দোকান থেকে বৈদ্যতিক গোলযোগের কারনে আগুনের সূত্রপাত হয়ে তা চারপাশে ছড়িয়ে পড়ে।
ঘাঘর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা কামাল বলেন- অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, প্রধানমন্ত্রীর মনোনীত গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার সর্বক্ষণ খোজ খবর নিচ্ছেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ফেদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply