মোঃ হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ-প্রার্থী,আধুনিক কচুয়ার উন্নয়নের রুপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এম.পি মহোদয়ের ঘনিষ্ঠ সহচর, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এ্যাড. আবদুল খালেক ৫নং (পঃ) সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমূলের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২৬ শে নভেম্বর) বিকালে (দঃ) সেংগুয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউনুছ পাটোয়ারীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক মফিজুল ইসলাম,সহ-সভাপতি মোঃ আহসান উল্যাহ (বাবুল), আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,জাকির মিয়াজী,আঃ জলিল, মোঃ হালিমসহ প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল খালেক বলেন, উত্তর কচুয়ার সকল ইউনিটের নেতা কর্মীদের ইচ্ছার কারণে আগামী ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করছি। দলীয় নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আপানারা আমাকে মুল্যায়িত করবেন। আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল কে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করবো।
পরে সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
Leave a Reply