মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার আয়োজন ১৮-২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।
২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে “এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই,সকলে মিলে এন্টিক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা ও র্্যালী মাধ্যমে এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ আয়োজন শেষ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ তাহাজুল ইসলাম, এমও ডাঃ এ.ই.এম সামছুজ্জামান সরকার, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, স্টাফ সহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ তাহাজুল ইসলাম বক্তব্য বলেন, বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালনের মাধ্যমে নিজেদের পরিবার ও সমাজের জনগণকে এন্টিবায়োটিক ব্যবহার থেকে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
Leave a Reply