গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৩৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন হোসেন সাদ্দাম (২৯)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিমপাড় গ্রামের রফিকুল ইসলাম ঠান্ডার ছেলে।
গত মঙ্গলবার বিকালে উপজেলার কলেজ রোডে অবস্থিত উক্ত মাদক ব্যবসায়ীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান আয়াত ক্যাফে থেকে গ্রেফতার করে তাকে।
জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের নেতৃত্বে এসআই মিকাইল এবং এ এসআই হাসমত আলী সহ এক দল পুলিশ উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩৫পিচ ইয়াবাসহ সাদ্দামকে গ্রেফতার করে।
এ বিষয়ে কথা হলে অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ১৩৫পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছি, মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply