শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শিল্পকলা চত্ত¡রে উক্ত মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উক্ত ডিজিটাল মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর সংসদীয় নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) এর উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের এ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বীনতে মনসুর (লিপি গাজী), কৃষি অফিসার নিটুল রায়।
আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃকর্মমর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ (বুলবুল) সহ উপজেলার বিভন্নি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, সদস্য, শিক্ষক-শিক্ষার্থী
বৃন্দ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Leave a Reply