মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে রোববার (২০ নভেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর পৌর শহরের আনসার মাঠে রোববার সকাল ১০টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট হাছান আলী পিভিএম এর সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তাহেরা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ পিভিএমএস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান।
সমাবেশে পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্ব রাখায় ভালো কাজের স্বীকৃত স্বরুপ ভিডিপি সদস্য মাঝে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply