স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার নির্মাধীন ভবনে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে নির্মান সামগ্রী ভাংচুর করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাশি গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিনে জানা গেছে, তারাশি গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগমের সাথে প্রতিবেশী মিজানুর তালুকদারের জায়গা জমি বিষয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন ওই শিক্ষিকা গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলায় হাজিরা দিতে গেলে মিজানুরের লোকজন তার নির্মানাধীন ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে।
ভুক্তভোগী স্কুল শিক্ষিকা সাংবাদিকদের বলেন- আমি গোপালগঞ্জ আদালতে ছিলাম, সন্তানরা বাড়ীতে ছিলনা, ফাকা পেয়ে মিজানুরের নির্দেশে তার ছেলে সাব্বির তালুকদার, ভাই মাহিনুর তালুকদার ও মাতিনুর তালুকদার সহ ১০ থেকে ১৫ জন লোক সংঘবদ্ধ ভাবে ভিটির বালি অপসারণ করে রড কেটে স্যানিটারী পাইপ ভাংচুর করে লুটপাট চালিয়েছে, তারা কিছু দিন পূর্বে আমার কয়েকটি আমগাছও ধংস করেছে।
তিনি আরো জানান- মিজানুরের বিরুদ্ধে পূর্বে এমন ঘটনায় আদালতে সিআর-৩০১/২১নং মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে মিজানুর তালুকদারের সাথে কথা হলে তিনি জানান- আমার ছেলে বর্তমানে ঢাকায় অবস্থান করছে, আমি গোপালগঞ্জ মামলায় হাজিরা দিতে গিয়েছিলাম, তবে আমার গ্রামের লোকজনই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply