আদম আলী, রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ইউনিয়ন আ.লীগের আয়োজনে আনন্দ বাজার হাজী মো. হাবিব উল্লাহ্ মার্কেট প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আ.লীগ সভাপতি আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এসানুল হাকিম সাধন।
এসময় আরো বক্তৃতা করেন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান,ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, সিনিয়র সহ সভাপতি এম.এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.বাদশা আলমগীর প্রমুখ।
সঞ্চালন ছিলেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন।
সভায় বক্তরা সকলকে কাধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করতে বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন, তাই আওয়ামী লীগের উন্নয়ন জনগনের কাছে তুলে ধরতে হবে।
Leave a Reply