শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (৭২) এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের মৃতঃ আবুল কাশেম খানের ছেলে।
গত বৃহস্পতিবার বিকেলে বার্ধক্য জনিত কারনে নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার সকাল ১০:০০ টায় সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ এই বীর সেনানীকে গার্ড অফ অনার প্রদান করেন।
পরে তাকে কালারবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার হয়। মৃতকালে তিনি- স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে সহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।
Leave a Reply