1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : Sadia Afrin : Sadia Afrin
  5. [email protected] : support :
রূপপুর বিদ্যুৎ প্রকল্পে স্থাপিত হলো জেনারেটর স্টেটার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে স্থাপিত হলো জেনারেটর স্টেটার

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে নকশা অনুযায়ী নির্দিষ্টস্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ইত্তেফাককে এই তথ্য জানিয়ে বলেন, টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম। যার কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক অ্যালেক্সেই ডেইরি এ প্রসঙ্গে জানান, “বিদ্যুৎকেন্দ্রের সকল যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী এবং যার ওজন ৪৪০ টনের অধিক। ডিজাইন অবস্থানে এর স্থাপনের কাজ সম্পন্ন হবার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে”।

উল্লেখ্য, টার্বাইন জেনারেটর (TZV-12000-2) ডিজাইন ও তৈরি করেছে ‘পাওয়ার মেশিন্স’। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে যার মধ্যে অগ্নি নিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।

প্রসঙ্গত: রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION