মুক্তার হোসেন, গোদাগাড়ী: বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদে মাঝে রাজশাহীর গোদাগাড়ীতে ৫০২ জনকে ১৮ হাজার ও ২৩ হাজার করে চেক তুলে দেয়া হয়। উপজেলা প্রসাশন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে চেক বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সুরসুনী পাড়ার ফাদার লিটন রোজারি কস্তা প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বলেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত এক দেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানাবিধ প্রকল্প হাতে
নিয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই অনুদান প্রদান।
তিনি আরো বলেন, কামার, কুমার, নাপিত ও মুচি পেশায় নিয়োজিত আজকের সুবিধাভোগী যারা অনুদানের টাকা পাবেন, আপনারা নিজ নিজ পেশার উন্নয়নে সেটি কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন। সরকারের প্রত্যাশা, এই অনুদানের টাকা আপনারা অনুৎপাদনশীল কাজে খরচ না করে নিজেদের পেশার উন্নয়নে ব্যয় করবেন।
উল্লেখ্য, যে উপজেলা নাপিত,কামার,কুমার,মুচি ও বেত প্রস্ততকারী ৫০২জনকে কোটি ১লক্ষ ৮৫হাজার ৪০০ টাকার চেক তুলে দেয়া হয়।
Leave a Reply