1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : support :
বাংলাদেশে করোনায় খাওয়ার ওষুধ ‘প্যাক্সোভির’ এর জরুরি অনুমোদন - Bangladesh Khabor
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় খাওয়ার ওষুধ ‘প্যাক্সোভির’ এর জরুরি অনুমোদন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ করোনা চিকিৎসায় খাওয়ার ওষুধ ‘প্যাক্সোভির’ এর জরুরি ব্যবহারে অনুমোদন পেয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি উৎপাদন করবে।

এটি নিরম্যাট্রেলভিরের বিশ্বের প্রথম জেনেরিক ভার্সন যা রিটোনাভির সঙ্গে মিলিয়ে ‘প্যাক্সোভির’ নামে বাজারজাত করা হবে।

বৃহস্পতিবার বিকেলে ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা চিকিৎসায় নিরম্যাট্রেলভির ও রিটোনাভির ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ বছর বয়সী শিশুরাও এই ওষুধ সেবন করতে পারবে।

ইউকে এমএইচআরএ, অস্ট্রেলিয়া টিজিএ এবং ইউ জিএমপি অনুমোদিত অত্যাধুনিক সুবিধায় এই ওষুধ উৎপাদন করবে এসকায়েফ। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ওষুধ প্রশাসন অধিদফতর থেকে এই ওষুধ উৎপাদনের অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি।

এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিমিন রহমান বলেন, ‘পুরো পৃথিবী যখন করোনা প্রতিরোধে সফল এই খাওয়ার ট্যাবলেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন আমরা বিশ্বের প্রথম জেনেরিক নিরম্যাট্রেলভির ও রিটোনাভির সংমিশ্রণ হিসেবে প্যাক্সোভির বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষের জন্য নিয়ে আসতে পেরে আনন্দিত।’

তিনি আরো বলেন, করোনার প্রতিরোধে ‘মানবতার সেবা’ আমাদের মূল লক্ষ্য। এই নতুন ওষুধ করোনা প্রতিরোধে অবশ্যই উল্লেখযোগ্য অবদান রাখবে।

উচ্চ ঝুঁকিপূর্ণ কোভিড-১৯ পজিটিভ প্রাপ্তবয়স্ক এবং শিশু, যাদের বয়স কমপক্ষে ১২ বছর ও ওজন অন্তত ৪০ কেজি, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যাক্সোভির দেওয়া যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ প্রায় ২ হাজার ২০০ জনের ওপর ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, নিরম্যাট্রেলভির ও রিটোনাভির হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমিয়েছে।

বিশ্বের প্রথম জেনেরিক রেমডেসিভির ব্র্যান্ড ‘রেমিভির’ এর ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করে এসকায়েফ। এই ওষুধটিও ইউএস এফডিএ অনুমোদনের পরপরই বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল।

এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মরহুম লতিফুর রহমান প্রতিষ্ঠিত ট্রান্সকম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। গত ৩১ বছর ধরে সুনামের সঙ্গে ওষুধ তৈরি এবং বিশ্বের ৬৫টি দেশে ওষুধ রপ্তানি করছে এসকায়েফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION