গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যৌতুকের দাবীতে মারধর, জীবন নাশের হুমকী, প্রতারণার অভিযোগে স্বামী অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস, এম তাজ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সমোমলন করেছেন ভুক্তভোগী স্ত্রী নওরিন সিদ্দিকা।
আজ শনিবার সকাল ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ কায্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী নওরিন সিদ্দিকা লিখিত বক্কব্যে বলেন, পরিবারিকভাবে ২০১০ সালের ১৩ই ফেব্রুয়ারি নওরিন সিদ্দিকার সাথে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম তাজ উদ্দিনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ২টি সন্তার রয়েছে। বিয়ের ১ বছর পর থেকেই যৌতুকের দাবিতে তার উপর নিয্যাতন শুরু করে স্বামী নির্যাতন শুরু করে এস.এম তাজ উদ্দিন। স্বামীর পরকীয়া বিষয়টি টের পেয়ে বাঁধা দিলে তার উপর উপর অমানবিক শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু হয়। নিয্যাতনের করণে রক্তাক্ত অবস্থায় বার বার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাজ উদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল এবং সে একজন সিবিএ নেতা ছিল। বার বার স্বামীর অফিসে লিখিত আবেদন বলেও তার ক্ষমতার কাছে তার অফিসও হার মানায় কোন বিচার পায়নি।
তিনি আরো বলেন, নারী লোভী স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত আমাদেরকে ৩১ শে অক্টোবর মীমাংসা করে বাসায় পাঠিয়ে দেয়। তারপরেও তাজ উদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকার শেখ আসমা সুলতাণা নামক এক ডিভোর্সি নারীকে গোপনে বিবাহ করে। তিনি আমার ১৫ বছরের সংসার ফিরে পাওয়াসহ পাষণ্ড স্বামীর বিচারের ব্যবস্থা গ্রহন করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেন। #
Leave a Reply