পরিমল বিশ্বাস : সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ত্যাগী নেতা বিল্লাল মোল্লার দীর্ঘদিনের অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
৬ জুলাই (রবিবার) দুপুরে বারদী ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকায় বিল্লাল মোল্লার নিজ বাড়িতে গিয়ে তিনি খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, অধ্যাপক কবির মৃধা, জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বিল্লাল মোল্লাকে একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে আল মুজাহিদ মল্লিক বলেন,
“আন্দোলন-সংগ্রামে বিল্লাল মোল্লা সবসময় সাহসিকতার সঙ্গে এগিয়ে থেকেছেন। আজ তিনি অসুস্থ হয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করবো এবং ভবিষ্যতেও তার সুস্থতা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করবো। এবং বিল্লাল মোল্লা অতিদ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ও আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে এই ত্যাগী নেতার পাশে দাঁড়াই। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনারগাঁর স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply