গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকাল থেকে দ্বীনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিথি পুলিশ সুপার ড,রুহল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,রকিবুল হাসান, আনছার জেলা কমান্ডার মো,মজিবুল হক।
এসময় অতিথি বৃন্দ দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) তিনি উপস্থিত সম্মেলনে গ্রাম পুলিশদের উদ্দেশ্য বলেন, সরকার সব সময় গ্রাম পুলিশের সহযোগিতা পেয়েছে বা পাচ্ছে।দেশের ক্রান্তি কালে নিরেপক্ষ থেকে জনগনের পাশে রয়েছেন, ইউনিয়ন পরিষদ পাহারা দিয়ে সরকারি সম্পদ রক্ষা করেছেন এবং আগামিতেও জনগনের পাশে থেকে তাদের দায়িত্ব পালন করে যাবেন বলেও বলেন তিনি।
এসময় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভুমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply