“উন্নয়ন ও বস্তুনিষ্ঠতা”কে সামনে রেখে সাংবাদিকতা পরিচালনার প্রত্যয়ে এ পরিষদ গঠন করা হয় বলে জানান আয়োজকরা।
নতুন গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘গোবিখবর’-এর সম্পাদক ও দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল সুমন। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যমুনা এক্সপ্রেস ও আমাদের ফোরামের উপজেলা প্রতিনিধি শাহারুল হক মুন্সি।
দ্বিবার্ষিক ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি ছামিউল আলম রাসু (দৈনিক ডেসটিনি), সহ সভাপতি মির হোসেন সরকার (বাংলাদেশ প্রতিদিন), আব্দুল খালেক সরকার (দৈনিক জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন (দৈনিক ভোরের খবর), সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন লাবু (দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক এম টি আই আহাদ মাহমুদ (দৈনিক আলোকিত পত্রিকা ও এমটিআই টেলিভিশন), অর্থ সম্পাদক রুহুল আমিন (উত্তরবঙ্গের খবর), প্রচার সম্পাদক বিদারুল ইসলাম (দৈনিক এশিয়া), কার্যকরী সদস্য বুলবুল ফাহিম (সমকাল), প্রভাষক আব্দুস সামাদ (দৈনিক আমাদের কন্ঠ), বুলবুল ইসলাম (দৈনিক জনতার খবর), আব্দুর রহমান শামীম (একুশে নিউজ)।
নতুন কমিটি এলাকার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply