বরিশাল থেকে এস এম ওমর আলী সানি,
কঠোর লকডাউনের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে বিয়ের বাড়ির অনুষ্ঠান বন্ধকরে দিলেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত.লতিফ খলিফার ছেলে রাজিব খলিফার সঙ্গে মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে শ্রাবণী আক্তার লাবনীর বিয়ের কথা চলছিল। পূর্ব নিধারিত তারিখ অনুসাকে সোমবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা সদরের বর রাজিব খলিফার বাড়িতে ধুমধাম বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। এসময় সংবাদ পেরে ওই বাড়িতে দুপুরে গিয়ে হাজির হয় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহের নিগার তনু।
তিনি বন্ধ করে দেয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান আনা ডেকোরেটরের টেবিল চেয়ার সবপাঠিয়েদেয়। কনের বাড়ি থেকে আসা ২৫ জন সহ স্থানীয় মিলিয়ে প্রায় শতাধিক লোক উপস্থিতিত ছিলো। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মেহের নিগার তনু সাংবাদিকদের বলেন, আমরা বিয়ের খাবারের আয়োজন বন্ধ করে দিয়ে ভাড়ায় আনা ডেকোরেটরের টেবিল চেয়ার ফেরত পাঠিয়ে দিয়েছি। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে রাজিব খলিফা এই লকডাউনের মধ্যে এই ধরনের বিয়ের আয়োজন করবে না বলে মুচলেখা দেন। এসময় উপস্থিত ছিলেন এসআই আলী হোসেনসহ প্রমুখ।#
Leave a Reply