বঙ্গবন্ধু হারা
মোঃ আমান উল্লাহ
আমার চোখের অশ্রুতে ভেসে উঠে,
সেই পঁচাত্তরের কথা ,
সেদিন যদি থাকতেম আমি
বাঙ্গালি হতনা বঙ্গবন্ধু হারা।
থাকতেম আমি ছায়া হয়ে,
দিবা রাতি পাশে,
বুলেট বোমা যাই আসত
নিতাম টেনে বুকে।
থাকত মুজিব গড়ত যে দেশ
সোনার বাংলা করে,
বিশ্ব বাসিকে দেখাত সে
মাথা উচু করে।
থাকত সুখে বঙ্গমাতা
হিংসা বিদ্দেশ ছেড়ে,
সোনার বাংলা গড়ে তুলত
ডিজিটাল করে।
Leave a Reply