বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের উজিরপুরে ভূ-গর্ভস্থ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালী উত্তোলন কারীদের বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। ১০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা দক্ষিণ মোড়াকাঠী গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ফারুক বয়াতীকে গ্রেফতার করে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
এ সময় ড্রেজার ও বিপুল পরিমান পাইপ, ব্যারেল জব্দ করে ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন এর জিম্মায় রাখেন। এছাড়া ২ সেপ্টেম্বর সাতলা ইউনিয়নের সাতলা ইউনিয়নের কচা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কালবিলা গ্রামের মাসুম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জামাদী জব্দ করে ইউপি সদস্য হারুন হাওলাদারের জিম্মায় রেখে দেন। সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply