মোঃ জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুরের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন
সড়কের পাশে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটো রাস্তার পাশে খাদে পড়ে চালক মোঃ রিপন ওরফে
নিতাই মিস্ত্রী (৩৯) ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। এ সময় অটোতে থাকা সাত জন কম বেশী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মহিপুর থানার এস আই মোঃ হালিম হাওলাদার জানান, কলাপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে সে
কুয়াকাটা যাওয়ার পথে অটো গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যায়। এসময় সাত যাত্রী আহত হলেও মারা যায় চালক রিপন।
মহিপুর থানা পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে আটটার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল
শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে। নিহত
রিপন কলাপাড়ার নীলগঞ্জ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। তবে প্রায় ২৫ বছর আগে
সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। তার আগের নাম ছিলো নিতাই মিস্ত্রী।
সে পৌর শহরের অফিস মহল্লা এলাকার মৃত নারায়ন মিস্ত্রীর ছেলে।
Leave a Reply