ভাঙ্গুড়া থেকেমিনু রহমান খান,
গত (রবিবার) শুরু হয়েছে পাবনার ভাংঙ্গুড়ায় সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষধ কতৃক আয়োজিত ২৮তম অমর একুশে বইমেলা-২০২১ সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠ চত্বরে।
সন্ধ্যা ৬টায় সকলের উপস্থিততে বইমেলা উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন বিভিন্ন গঠন মুলক বই পড়ে তরুণ সমাজ কে দেশ প্রেমে উজ্জীবিত হতে আহব্বান জানান । মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর বইমেলা হচ্ছে মার্চের ২১ তারিখ থেকে, চলবে ২৭ তারিখ শনিবার পর্যন্ত ৭দিন।
গতবছর মহামারি করোনাভাইরাসের কারনে বইমেলা বন্ধ ছিল ।এ বছর সংক্রমণ কমে আসলেও টানা কয়েকদিন ধরে এই সংক্রমণ বাড়ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার শিক্ষার্থীদের মনে পাঠের খোরাক জোগাবে বইমেলা। তাই মেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীর বেশে মেলা প্রাঙ্গণ ঘুরে যাচ্ছেন পাঠকরা।
শনিবার সরেজমিনে দেখা যায়, রাত ১০টার মধ্যে বইমেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন । শেষ মুহূর্তে ভীষণ ব্যস্ত সময় পার করেন স্টল মালিকরা। স্টল সাজানো কর্মীরা বলেন, ‘আজ মনে হচ্ছে কাল ঈদ আর আজ চাঁদ রাত। কালকের দিনে ভালোভাবে নিজেকে ফুটিয়ে তুলতে এখন আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। কারণ আজ রাতের মধেই সব কাজ সম্পন্ন করতে হবে।’
সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বাবুল, বলেন, ‘এবারের বইমেলা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। মেলা শুরু হওয়ার আগেই মানুষ ভিড় জমাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সবাই আসলে মেলার পরিবেশ ভালো থাকবে। সবাই সুস্থ থাকবে।’স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা চেয়ারম্যান বাকিবিল্লাহ গেটে বিনা মুল্যে মাক্স সরবরাহ করবেন ও মেয়র গোলাম হাসনায়েন রাসেল হাত ধোয়ার ব্যবস্থা করবেন।
এক বছরের অধিক সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি না। বইমেলা এখন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প সহায়ক। আমরা গতবারের মতো এবারও আনন্দ-উৎসাহ নিয়ে বইমেলায় আসতে পারব। আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হবে। একাকীত্ব অনেকটা কাটবে। সবমিলিয়ে এবারের বইমেলা আমাদের জন্য ভাঙ্গুড়া বাসীর জন্য পুনর্মিলনী অনুষ্ঠানের মতো আমাদের এক করবে। অবাধ তথ্য আদান-প্রদানের সুবিধার্থে বইমেলায় মিডিয়া সেন্টার থাকবে তথ্যকেন্দ্রের উত্তর পাশে।
বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, সাদা পোষাকের পুলিশ , আনসার, ও গোয়েন্দা সংস্থাসমূহ। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলায় এলাকাজুড়ে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।বইমেলা সম্পূর্ণ পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। মেলাপ্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। মেলার পরিষ্কার-পরিচ্ছন্নতায় পানি ছিটানো হবে
এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় নতুন সংযোজন
এবার বইমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ জাতির পিতার জীবন ও কর্ম অধ্যয়ন এবং স্বাধীনতার মর্মবাণী জাতীয় জীবনে যাতে প্রতিফলিত হয় তার ওপর গুরুত্ব অরোপ।
ভাঙ্গুড়া সচেতন সাহিত্য -সাংস্কুতিক পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই গত ২৭ বছর ধরে বই মেলা ও সাংস্কৃতিক উৎবের আয়োজন করে আসছে প্রতিষ্ঠাটি।
সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পারিষদের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বই মেলায় বই ক্রয় ও বই পড়া , বিনোদন ও সুন্দর লেখুনির জন্য বই পড়ার উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ সুন্দর সাবলীল বক্তব্য দেন। সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিসদ সভাপতি আব্দুল খালেক জানান, এবারের বই মেলায় অর্ধশতাধিক বুক স্টলসহ ৭৫টি স্টল অংশ গ্রহণ করেছে।
Leave a Reply