পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের গুমানী নদীর ওপর দিয়ে প্রবাহিত চলতি নদীতে কোন সেতু না থাকায় খেয়া নৌকায় ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছেন এসব এলাকার কয়েক লাখ মানুষ। জনদুর্ভোগ এড়াতে নদীটির কৈডাঙ্গার রেল ব্রিজের পার্শ্বে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তবে, ২০১২ সালে চলতি নদীতে সেতু নির্মাণের পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ও মাটি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও সওজের পাবনা জেলা প্রধান প্রকৌশলী এ কে এম সামসুজ্জোহা। মিনু রহমান খানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রাজশাহী চারঘাট থেকে উৎপত্তি হয়ে বড়ালের শাখা নদী হয়ে গুমানী নদী নাম নিয়ে ভাঙ্গুড়া উপজেলার একাংশে ঘিরে বহমান চলতি নদী। নদীটি অনেক এলাকা সহ এই অংশের উল্লাপাড়া,মহনপুর, মাগুড়া, দিলপাশার, খারুয়া, উধুনিয়া,হাটউধুনিয়,দত্ত খারুয়া,চকলক্ষীকোল, পাঁচ-বেতুয়ান সহ প্রায় বিশটি গ্রামকে বিচ্ছিন্ন করেছে। কিন্তু,এ অংশে কোন সেতু না থাকায় খেয়া নৌকায় অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন নদীর দু’পাড়ের ২০টিরও বেশি গ্রামের মানুষকে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সবজিচাষীরা।
স্থানীয়রা বলেন, এখানকার সবজি চাষীরা নানা ধরনের বিশমুক্ত সবজি চাষ করে থাকে। কৈডাঙ্গার সবজি অত্র এলাকার মধ্যে নামমকরা। ব্রিজ ও সংযোগ সরক স্হাপন হলে, ব্যবসায়ীরা টাটকা তরিতরকারি সল্প সময়ের মধ্যে উল্লাপাড়া হয়ে ঢাকাতে পৌছাতে পারত। এখানে পায়ে হাটা ছাড়া বিকল্প রাস্তা নেই,মালামাল পরিবহনে চরম ভোগান্তির শিকার হতে হয়। ২০১৫ সালে একবার রেললাইনের দক্ষিন পার্শ্বে কিছুঅংশ রাস্তা হয়েছিল। পরে রাজশাহী ঠিকাদার কাজটি অসম্পূর্ণ রেখে চলে যায়। এ সমস্ত কারনে অনেকেই ক্ষতিগ্রস্ত, অত্র অঞ্চলের ব্যাবসায়ী, চাষিরা সহ সাধারন জনগন। তারা ঋণে জর্জরিত। এর কারণ যাতায়াত সমস্য।
শিক্ষার্থীরা জানান, ‘স্কুলে আসতে অনেক কষ্ট হয়। অনেক সময় খেয়া আসতে দেরি হয়। আমারা স্কুলে ঠিকমতো ক্লাস পাই না। এ সকল জনদুর্ভোগ এড়াতে কৈডাঙ্গা রেলব্রিজের পার্শ্বে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।বন্যার সময় খেয়া নৌকা বন্ধ থাকায় জনসাধারণের দর্ভোগের সিমা থাকে না। আবার ঝড়-বৃষ্টির সময় নৌকায় উঠতে ও নামতে আমাদের অনেক সমস্যা হয়। এত সব সমস্যা থাকা সত্ত্বেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ খেয়ার মাধ্যমে নদী পার হতে হয়। এছাড়াও ব্যবসায়ীদের পেশার কারণেই তাদের প্রতিদিন এপার থেকে ওপারে যেতে হয়। খেয়া পার হতে দীর্ঘ সময় লেগে যায়। তাই এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে উপকৃত হবে এ গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো লোকজন। তাই আমরা এখানে একটি ব্রিজে নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
Leave a Reply