ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। কমিশনের মতে, নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে, তারা ব্যর্থ হবে। যেখানে প্রয়োজন হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় থাকবে। নির্বাচন কমিশনের বার্তা পরিষ্কার।’
ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেসব চেষ্টা চলছে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার অবগত রয়েছে।’
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জানান যে, সাম্প্রতিক কিছু ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে, যেমন শরীফ ওসমান হাদীর ওপর হামলা। তিনি বলেন, ‘এটি নিয়ে বিশদ আলোচনা হয়নি, তবে কিছু অভ্যন্তরীণ বিষয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে আমরা অবহিত।’
ইসি সানাউল্লাহ জানান, দুটি উপজেলায় নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে এবং চোরাগোপ্তা হামলার বিষয়ে সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। এসব হামলা প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply