কামরুল হাসান, কোটালীপাড়া : মরণব্যধি ক্যান্সারের হাত থেকে বাচাঁর আকুতি জানিয়েছেন কোটালীপাড়ার সুমন ঘোষ নামের ৩০ বছরের এক যুবক।দীর্ঘ ১৫ বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ধুকে ধুকে ভুগছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের মৃত নিমচাঁন ঘোষের ছেলে সুমন ঘোষ।
সুমন ঘোষ এ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন স্হানে চিকিৎসা করিয়ে সহায় সম্বল সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে এখন দেশের বাইরে চিকিৎসা গ্রহনের পরামর্শ দিয়েছেন কিন্তু সুমন ঘোষ সহায় সম্বল সবকিছু হারিয়ে এখন একটু বেচে থাকার জন্য দেশ বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।সুমন ঘোষের বৃদ্ধ মা শ্যমলী ঘোষ জানান আমার চার ছেলে এবং একটা কন্যা সন্তান এর মধ্যে দুইটা ছেলে এই মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।এখন আবার সেই একই রোগে ছোট ছেলে সুমন ঘোষ আক্রান্ত হয়ে মৃত্যুঝুকি নিয়ে ধুকে ধুকে ভুগছেন টাকা-পয়সার অভাবে তাকে চিকিৎসা করাতে পারছিনা।আপনারা একটু সাহায্য করে আমার সুমনকে বাচান।সুমন ঘোষের কাছে সাহায্যে পাঠানোর জন্য তার ব্যবহৃত নদগ নাম্বার দেওয়া হয়েছে যদি কোন হৃদয়বান ব্যক্তি সুমন ঘোষকে সাহায্য করিতে চান তাহলে নিম্নে দেওয়া এই নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হলো-01402027549।
Leave a Reply