আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার ৯নং সাতপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী ১৪৪টি কার্ডে ৩০কেজি করে ৩ মাসের ৯০ কেজি চাল উপ-সহকারী কৃষি অফিসার লিটন কান্তি সরকার ও সাতপাড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবু কৌশিক কীর্তনীয়ার উপস্থিতিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৫-২০২৬ চক্রের আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট(ভিডব্লিউবি)কার্যক্রমের (জুলাই/২০২৫হতে জুন/২০২৭পর্যন্ত ২৪ মাস মেয়াদী)নির্বাচিত উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য চাউল বিতরণ করে।
এ সময় একজন সুফলভোগী মহিলা অনামিকা বিশ্বাস বলেন বর্তমানে কৌশিক কীর্তনীয়া প্যানেল চেয়ারম্যান হওয়ার পরে ৯ নং সাতপাড় ইউনিয়নবাসি ইউনিয়ন পরিষদ থেকে নির্ধারিত যে সেবা দেওয়ার কথা সে সেবা আমরা সঠিকভাবে পেয়ে থাকি।
সরকারের অনুদানের যে সমস্ত অনুদান যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, পঙ্গু ভাতা, ও সরকারের সব ধরনের সুযোগ সুবিধা জনগণের মাঝে সঠিক সময়ে দিয়ে থাকেন।
Leave a Reply