পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নে পঞ্চমীঘাটে পানাম গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক সি আই পি অমল পোদ্দার এর ব্যাক্তিগত অর্থায়নে শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে ১৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী শাড়ি বিতরণ করেন।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পঞ্চমীঘাট সি আই পি অমল পোদ্দার এর নিজস্ব বাড়িতে শাড়ি বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিমল পোদ্দার, বাদল পোদ্দার, প্রদীপ পোদ্দার
অবসর প্রাপ্ত শিক্ষক মোতালিব, হাবিবুর রহমান, প্রমুখ।
এ সি আই পি অমল পোদ্দার বলেন, ধর্ম যার যার উৎসব সবার প্রতিবছরের মতো এবার ও শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে আপনাদের মাঝে এসেছি নিজস্ব অর্থায়নে শাড়ি বিতরণ করা হয়েছে আমি যেন সারাজীবন আপনাদের এভাবেই সেবা করতে পারি সকলের নিকট আশীর্বাদ কামনা করি। পঞ্চমীঘাট শারদীয় দুর্গোউৎসব সবাই আসবেন আনন্দ করবেন। ধর্ম বণ নিবিশেষে আমি সবাইকে ভালোবাসি আপনাদের বছরে দুবার দেখা হয় ঈদ উল আযহায় ও দুর্গা পুঁজায় এবং আপনাদের সহযোগিতায় যেন পূঁজাটি সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি ও প্রতিবছর সবাইকে নিয়ে এভাবেই দুর্গোউৎসব পালন করে যাব। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে একটি স্কুল ভবন নির্মাণ করতে পেরেছি যাতে করে ছেলে মেয়েরা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে। এবং সব সময় যেন আপনাদের নিয়ে কাজ করতে পারি।
Leave a Reply