বাংলাদেশ খবর ডেস্ক,
৩৬ রানে অলআউট হওয়ার দুঃস্বপ্নের পর অস্ট্রেলিয়া সফরে ভারতকে নিয়ে সুখস্বপ্ন দেখার মানুষ খুব একটা নেই। তাই বলে অ্যাডিলেডের মতো মেলবোর্নেও গতির ঝড়ে ভারতকে উড়িয়ে দেয়ার দিবাস্বপ্ন দেখছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। উল্টো আজ শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে ভারতের সম্ভাব্য প্রত্যাঘাত নিয়ে সতীর্থদের সতর্ক করলেন তিনি। অপরিবর্তিত অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে ভারত। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ভিন্ন কারণে দু’দলের জন্যই তাৎপর্যপূর্ণ।
এটি দু’দলের শততম টেস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে ৫০তম। টেস্ট ইতিহাসের মাত্র সপ্তম দ্বৈরথ হিসেবে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করল অস্ট্রেলিয়া-ভারত। ভারত এর চেয়ে বেশি টেস্ট (১২২) খেলেছে শুধু ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অগ্নিগর্ভ দ্বৈরথ শুরু ৭৩ বছর আগে। গত শতাব্দীজুড়েই ছিল অস্ট্রেলিয়ার একাধিপত্য। ২০০১ সালের আগে দু’দলের মুখোমুখি লড়াইয়ে ২৮-১১ ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এরপর দ্রুত ব্যবধান কমিয়ে এনেছে ভারত।
গত ১৯ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ হারের বিপরীতে ১৭টি টেস্ট জিতেছে ভারত। এবার প্রথম টেস্ট তিনদিনে জিতেও তাই কোহলিবিহীন ভারতকে হালকাভাবে নিতে নারাজ পেইন, ‘মানুষের কথায় কান দেয়া চলবে না আমাদের। যে যাই বলুক না কেন আমরা জানি, ভারত গর্বিত এক ক্রিকেট জাতি। বিপজ্জনক খেলোয়াড়ে ঠাসা প্রতিভাবান টেস্ট দল তারা। আমরা এক ইঞ্চি সুযোগ দিলে তারা সেটি এক মাইল বানিয়ে ফেলবে। তাই আমাদের প্রথম টেস্টের মতোই খুনে মানসিকতা নিয়ে নামতে হবে। ভুল করলেই আমরা খুন হয়ে যাব।’
সন্তানসম্ভব্য স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট শেষে দেশে ফিরে যাওয়া কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজিংকা রাহানে। চোটে সিরিজ শেষ হয়ে গেছে পেসার মোহাম্মদ শামির। তার জায়গায় টেস্ট অভিষেক হল তরুণ পেসার মোহাম্মদ সিরাজের। এছাড়া ফর্ম হারানো পৃথ্বী শ’র জায়গায় টেস্ট আঙিনায় পা রাখালেন তরুণ ওপেনার শুভমান গিল। দুই অভিষিক্তের সঙ্গে একাদশে ফিরেছেন কিপার ঋষভ পন্ত ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে নেয়া হয়েছে পন্তকে।
Leave a Reply