ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩/২৪ এর আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা বাদিয়াখালীর আহম্মেদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভূমি কর্মকতা রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা আখতার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আহম্মেদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ রহমান ক্রীড়া প্রতিযোগিতায়, বিদ্যালয়ের ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন বিজয়ীকে বিজেতা পুরস্কার প্রদান হয়।
এছাড়াও অংশগ্রহণ কারিসকলকে শান্তনা পুরুষ্কার দেয়া হয়।
Leave a Reply