ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে পাঁচবিবিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ কয়েক মাস আগে নিখোঁজ যুবক নাঈম ইসলামের।
পরিবারের দাবী ও আবেদনের প্রেক্ষিতে উদ্ধার হওয়া নাঈমের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নাঈম ইসলাম (২৩) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী নয়াপাড়া গ্রামে মৃত মাসুদ রানার ছেলে। সে মহিপুর হাজি মহসিন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
চলতি বছরের ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন রাত ৭ টায় ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করে না পেয়ে গত ২৫ এপ্রিল পাঁচবিবি থানায় একটি জিডি করেন।
এদিকে নিখোঁজের সাড়ে ৫ মাস পর ৯ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে বস্তাবন্দি একটি গলিত লাশের হাড়গোড় উদ্ধার করেন পুলিশ।
এ দিন রাতেই পুলিশ উদ্ধার হওয়া গলিত লাশের ফরেনসিক রির্পোট ও ডিএনএ টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরিচয় সনাক্তকরণের জন্য পাঠানো হয়।
এদিকে সোমবার সন্ধ্যায় নিখোঁজ নাঈমের দেহাবশেষ গ্রামের বাড়ীতে পৌছালে পাড়া প্রতিবেশিদের শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে ভীড় জমায় হাজার হাজার উৎসুক নারী পরুষ।
তবে কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটছে তার মূল রহস্য উদঘাটনের জন্য অধিকতর তদন্ত সাপেক্ষে জানানো যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আর নিহত নাঈম ইসলামের পরিবারের দাবী নাঈম ইসলামকে নারী সংঘঠিত বিষয়ের কারণে সামছুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া ও তার স্ত্রী পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, নিখোঁজ হওয়া যুবকের পরিবারের আবেদনে প্রেক্ষিতে লাশের দেহাবশটি দাফনের জন্য নাঈমের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply