শাহ আলম মিয়া, কোটালীপাড়া : “কারও কথায় দেশ চলবে না, দেশ চলবে সংবিধান অনুসারে” প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) এর উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, আজ সোমবার বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলকে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপেজলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক কমান্ডার হাজী আব্দুল মালেক সরদার।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, বীর মুক্তিযোদ্ধা- প্রভাত চন্দ্র রায়, মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক চেয়ারম্যান অমৃত লাল হালদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক ফরিদ শিকদার, অশোক কুমার বৈদ্য।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Leave a Reply