রনী আহম্মেদ, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলায় শিশু কমিউনিটি উন্নয়নে অংশীদারত্বের ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে এ কৃতজ্ঞতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া এরিয়া প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জননেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা সংসদীয় আসন ২১৭ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এর উন্নয়ন প্রতিনিধি ও সাবক সচিব জনাব শহিদ উল্লা খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরেশ বার্টলেট ন্যাশনাল ডিরেক্টর ওয়ার্ড ভিসন বাংলাদেশ, মোঃ বোরহানুল হক পরিচালক (বাপার্ড) কোটালী পাড়া গোপালগঞ্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনা বিশ্বাষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, চন্দন শেড গমেজ সিনিয়র অপারেশন ডিরেক্টর ওয়াল্ড ভিশন বাংলাদেশ, জনাব রাজু উইলিয়াম রোজারিও ডেপুটি ডাইরেক্টর কোষ্টাল এন্ড লিবার বেসিন ক্লাষ্টার ওয়াল্ড ভিশন বাংলাদেশ, সাংবাদিক মিজানুর রহমান বুলু।
এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসার বৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, গ্রাম উন্নয়ন কর্মি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু শিল্পীদের একটি ক্লাসিকাল নৃত্য পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এর পরে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
Leave a Reply