ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি হাতকড়া, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।
রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান পুলিশ সুপার কামাল হোসেন।
তিনি জানান, পুলিশের নিয়মিত অভিযানে গতকাল সন্ধ্যায় সদর থানার সুন্দরজাহান মোড়ের এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল, (দুই) রাউন্ড গুলি, একটি হাতকড়া, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ ইলিয়াস উদ্দিন (৫৪), সাখাওয়াত হোসেন ডাবলু (৪২), শাহিন আলম (৩২) নামে তিন জনকে গাইবান্ধা জেলা-ডিবি পুলিশ গ্রেফতার করেন ।
এসময় তাদের সাথে থাকা আরো ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আসামি ১ ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার এর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা।সাখাওয়াত হোসেন ডাবলু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি ও মাদক সহ ১১ টি মামলা রয়েছে। এবং শাহিন আলমের একটি মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান,সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান অনেকে।
Leave a Reply