গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে এই আইনজীবির গাড়ীর চালককে সাতদিনের জেল দিয়েছে ভ্রম্যমান আদালত।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা গেট সংলগ্ন থানা রোডে প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে রাজশাহী জেলা ও দায়রা জজ কোটের আইনজীবি সালাউদ্দীন বিশ্বাস। এক পর্যায়ে ইউএনও আনসার সদস্যদের সহযোগিতায় আইজীবির গাড়ী চালক সাইফুল ইসলাম দুরুল করে তার কার্যালয়ে নিয়ে যায়।
পরে সহকারী কমিশানার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট সবুজ হাসান রাস্তায় গাড়ী রাখার অপরাধে চালক সাইল ইসলাম দুরুলকে সাত দিনের কারাদন্ড প্রদান করে। এদিকে শুক্রবার বেলা ১১ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইনজীবি সালাহউদ্দীন বিশ্বাস অভিযোগ করেন, তার চালককে অন্যায়ভাবে কারাদন্ড দেয়া হয়েছে। থানা রোড সংলগ্ন এক ভবনে তার চেম্বার রয়েছে। আর থানা রোডের পার্শ্বে জেলা পরিষদের জায়গায় তার প্রাইভেটকারটি দীর্ঘদিন ধরে রেখে আসছিল।
এতে করে রাস্তায় চলাচলে কোন বাধা সৃষ্টি হয়নি। অথচ ইউ্এনও তার ক্ষমতার অপব্যবহার করে প্রাইভেটকারটি রাখতে বাধা দিচ্ছে। উপজেলা নির্বাহী(ইউএনও) জানে আলম বলেন,প্রাইভেটকারটি রাখার কারণে লোকজনের চলাচলে বিঘ্ন ঘটায় নিয়ম মেনে চালককে কারাদন্ড দেয়া হয়েছে।
Leave a Reply