আজ সকাল সাড়ে ৮ টার দিকে কালাই উপজেলায় জিন্দাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (৩) কালাই উপজেলার জিন্দাপুর পশ্চিম পাড়া গ্রামের রাজু মিধার ছেল।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকিবুল ইসলাম নামের শিশুটি বাড়ির সামনে খেলা করছিলো।খেলাধূলা করার এক সময় বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ধান মাড়াই মেশিনের সাথে ধাক্কা লাগে।ধাক্কায় শিশু রাকিবের ডান পাশে গুরুতর আঘাত লাগে।আহত অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।
Leave a Reply