আদম আলী, রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে মোশাররফ হোসেন ( ৫৪) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
মোশাররফ হোসেনের মেয়ে জেমি বেগম বলেন আমার পিতা গত ৮/১১/২০২২ ইং মঙ্গলবার রাত ১০ টার দিকে এলাকার চায়ের দোকানে চা খেতে যায়। কিন্তুু ঐ রাতে আর বাসায় ফিরে আসে নাই। অনেক খোঁজাখুজি করে কোথায়ও পাওয়া যায় নাই।
এই বিষয়ে নিখোঁজ মোশাররফ হোসেনের মেয়ে জেমি কালুখালী থানায় একটি নিখোঁজের ডায়েরী করেছে। নিখোঁজ হওয়ার ৩ দিন হলেও মিলছে না মোশাররফ হোসেনের সন্ধান।
এদিকে নিখোঁজ মোশাররফ হোসেনের পরিবার সূত্রে জানা গেছে নিখোঁজের রাতে বাড়ীর পাশের রান্নু শাহ এর সাথে ছিলো মোশাররফ হোসেন। কিন্তুু রান্নু শাহ রাত ১টার দিকে বাড়ীতে ফিরে আসলেও মোশাররফ হোসেন আর ফিরে আসে নাই।
রান্নু শাহ এর স্ত্রী স্বপ্না বেগম জানায় নিখোঁজের দিনে আমার স্বামী রান্নু শাহ রাত ১ টার দিকে বাসায় ফিরে এসেছে। এ ঘটনায় রান্নু শাহ এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।
Leave a Reply