আদম আলী, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে মেলা উপলক্ষে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্কা পারমিস সুলতানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, জংগল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু,নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ।
Leave a Reply