স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় আলোচনা সভায় মিলিত হয়।
পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যন লক্ষ্মী সরকার, কৃষি অফিসার নিটুল রায়, সমবায় অফিসার মোহাম্মদ জাকারিয়া, ওসি (তদন্ত) আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, সমবায়ী খলিলুর রহমান দাড়িয়া প্রমূখ।
Leave a Reply