শফিকুল ইসলাম হিরো, জেলা প্রতিনিধিঃ শহরের কৃষ্ণকাঠি (পেট্রোলপাম্প মোড়) এলাকায় রোববার দুপুর ১টার কিছু পরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে খাবার হোটেল, মুদি, কনফেকশনারীসহ ৪টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। দুইটি দোকার পুরোপুরি ভস্মিভুত হয়। বাকি দুটির আংশিক ক্ষতি হয়। তবে এতে কোনো হতাহত হয়নি।
ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে দমকল বাহিনীর ২টি ইউনিট। এই অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠির ষ্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
মেহেদী ষ্টোর নামের কনফেকশনারী দোকানের মালিক মো. মেহেদী হাসান বলেন, আমার দোকানে দুটি ফ্রিজসহ ৩লাখ টাকার মালামাল ছিলো। সব পুরে ছাই হয়ে গেছে, আমার জমানো কোনো টাকা নাই। পথে বসা ছাড়া আমার আর কোনো পথ নাই।
মেহেদীর মতো মো. আলআমিন, জামাল হোসেন এবং আরিফ জানানালেন একই কথা। তাদের প্রত্যেকের এনজিও থেকে লোন নেয়া, বেচাবিক্রি করে তারা সপ্তাহে কিস্তিতে লোনের টাকা জমা দেয়।
আগুন কিভাবে লাগলো সেটি কেউ পরিষ্কার করে বলতে পারেনি। তবে স্থানীয় পৌর কাউন্সিলর মো. আলআমিন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের তিব্রতা বেশি থাকায় স্থানীয়রা সাধারন পদ্ধতিতে আগুন নেভাতে পারেনি। ফায়ার সার্ভিস আসতেও বেশ দেরী করেছে, তাই আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে গেছে।’
পুরেযাওয়া টিনসেডের ঘরের মালিক কৃষ্ণকাঠি এলাকার মো. আইয়ুব আলী, কামরুল খান, বাবুল খান এবং হাসান খান। তাদের ঘরে মেহেদী, আলআমিন, জামাল এবং আরিফ ভারাটিয়া হিসেবে ছিলো। সকলেই অভিযোগ করে বলেন, দমকলের গাড়ী আসতে দেরী করেছে।
তবে অভিযোগ অস্বিকার করে ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জানান, ‘আগুন লাগার কত সময় পর আমরা ঘটনাস্থলে গিয়েছি সেটা মুখ্য বিষয় নয়। আমরা ফোন কল পাওয়ার কত মিনিটের মধ্যে রওনা করেছি সেটাই মুল বিষয়। ৯৯৯ থেকে কল পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়েছি এবং জলন্ত আগুন নেভানো ছাড়াও দুই পাশের ২০ লক্ষ টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি।’
Leave a Reply