মো: সাইফুল ইসলাম, দিনাজপুর: “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিয়য়কে সামনে রেখে বিরামপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগে আয়োজনে শনিবার (৫ই নভেম্বর) সকাল ১০.০০ টায় উপজেলা প্রঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ সমবায় র্যালী ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার পরিমল কুমার সরকার সভাপতিত্বে ও আব্দুস ছালাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম, কেটরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুন্নবী মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোতাহার হোসেন সরদার বক্তব্য বলেন, সমবায় সমিতিতে সঞ্চয় করুন,ভবিষ্যৎ গড়ুন। এছাড়াও তিনি সমবায় সমিতির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, সমবায় সমিতির মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত ও নারী নির্যাতন নিরসন করা সম্ভব। তাই সকল সমবায়ীকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।
Leave a Reply