সেলিম শেখ, ফকিরহাট : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়ক সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাট পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বরে পতাকা উত্তোলন শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান শাহ্ জামান চোধুরী লর, ভৌরব কেদ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি: (মিল্কভিটা) এর শেখ আজমল হোসেন ও একাত্তর টিভির বাগেরহাট স্টাফ রিপার্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্তী।
বিকাশ বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমবায়ী খান মুর্শিদ, শেখ সুভদু রায় চৌধুরী, শেখ আছাদুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, সমবায়ী সদস্য ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলন।
Leave a Reply