গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৪০তম বিসিএস পুলিশ ক্যাডার পরিবার।
৪০তম বিসিএস (পুলিশ ক্যাডার) এর নিয়োগপ্রাপ্ত ১৯২৯ জনের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রনালয়। এর মধ্যে সহকারী পুলিশ সুপার পদে ৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারগণ নতুন কর্মজীবনের এই সূচনালগ্নে বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এসময় এএসপি ফাইজুল করীম আদর, এএসপি আনোয়ারুল কবির মিতুল, সোহেল রহমান শাস্ত্রী, নাদিম হায়দার, মিজানুর রহমান, পারভেজ জনি, গোপী কিশোর রায়, ইসমেত জাহান, মারজিয়া রহমান, শারমিন রহমান, জয়া রয়, দিল আশরাফী, সোহেল রানা, আরিফ সর্দার, মেহেদী হাসান, মানস নয়ন, রবিন হালদার, আল ফাহাদ, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, তারিকুল ইসলাম, তাসওয়ার তাঞ্জামুল হক, মাহমুদুল হক, অনিক চৌধুরী, রাজু আহমেদ, আবদুল আজিজ, জনি দেব, আবু মুসা শেখ, সঞ্জিব দেব, বায়োজিদ ইসলাম, আব্দুর রাশেদ, ঝন্টু আলী, পবিত্র হালদার, রাকিবুর রহমান, মোঃ নুরুল্লাহ প্রমুখ।
Leave a Reply