স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় এক বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুম লাল শাপলায় আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আয়োজন কারনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ।
আলোচনা সভা শেষে যুবদের মাঝে যুব ঋনের চেক, সনদ ও বৃক্ষ চারা বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হিরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পান্না, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, রুহুল আমিন ফকির, কোরবান আলী শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত যুববৃন্দ, উদ্যোক্তা প্রমূখ।
Leave a Reply