সোমবার (৩১অক্টোবর) দুপুরে স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে, রাস্তা পারাপারের সময় জয়পুরহাট থেকে হিলি গামি একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়।
পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মী তাকে মহিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া মেডিকেল রেফার্ড করা হয়। সেখানে গত রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচবিবি পৌর সভার ২ নম্বার ওয়ার্ডের পাটাবুকা গ্রামের ফরিদুল ইসলাম এর মেয়ে । শিশু কন্যার মৃত্যুতে পরিবার এবং স্কুল সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসছে ।
এবিষয়ে থানায়র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, উপজেলার ধরজ্বী ইউনিয়নের রতনপুর গ্রামের মোঃসিরাজুল ইসলামের পুত্র মোঃআরিফ হোসেন, বাসের ডাইভ্রার থানা হেফাজতে আছে ।
Leave a Reply