গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে”প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায় একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা সহকারী ( ভূমি) সবুজ হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার, ডেভিড সাংমা ও এন্ড্রিকাস মুর্মু প্রমূখ।
আলোচনা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ৬ লক্ষ আশি হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
Leave a Reply