সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যা ৬টায় আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুবির মিত্র, আবু হুরায়রা বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভুকেট মোঃ কামরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসপিয়ার হোসেন, সদস্য আলী আহম্মদ এবং বাগেরহাট জেলা কৃষক লীগের সহ সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এস এম গোলাম রব্বানী প্রমূখ।
উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা।
ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিলটন ঘোষ এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন,আওয়ামী লীগের সিনিয়র ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
২য় অধিবেশনে কমিটি গঠনের উদ্দেশ্যে সভাপতি প্রার্থী আহ্বান করলে সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির এর প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ মোজাফ্ফার মোড়ল এর প্রস্তাব আসে।
অপর দিকে সাধারণ সম্পাদক পদের জন্য আহ্বান জানালে মোঃ ইব্রাহিম খানের প্রতিদ্বন্ধি প্রার্থী শ্যামল ঘোষ।
উক্ত কমিটি গঠনে একাধিক প্রার্থী থাকায় তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহনে সিন্ধান্ত নেন সম্মেলন কমিটিবৃন্দ। হাড্ডা হাড্ডি লড়াইয়ে সভাপতি পদে মোঃ মোজাফ্ফার মোড়ল এবং সাধারণ সম্পাদক পদে শ্যামল ঘোষ নির্বাচিত হয় ।
Leave a Reply