মোঃ কামাল হোসেন, অভয়নগর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে অভয়নগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে। ১৮ অক্টোবর মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ও যশোর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য (ওয়ার্ড-৪) আব্দুর রউফ মোল্যা, শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রওশন আলী মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি কামাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিম আহম্মে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা শহিদুল ইসলাম।
Leave a Reply