মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে সর্বত্র চোখ ওঠা রোগ ছড়িয়ে পড়েছে। শিশু থেকে বয়স্ক সকলেই আক্রান্ত হচ্ছে এই রোগে। তাছাড়া কোন পরিবারে একজনের হলে বাকি সদস্যরাও বাদ পড়ছেনা।
যে কারণে চাহিদা বেড়েছে চোখের ড্রপের। আর এই সুযোগে ফার্মেসিগুলোতে ড্রপের সংকট দেখা দিয়েছে।
অভয়নগরের নওয়াপাড়াসহ অন্যান্য বাজারের বেশির ভাগ ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না এই ড্রপ।
বিভিন্ন বাজারের ফার্মেসি মালিকেরা জানান, চাহিদার তুলনা সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করছে এই ড্রপ। গতকাল নওয়াপাড়া বাজারের নুরবাগ, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসহ বিভিন্ন জায়গায় ঘুরে এমন চিত্র দেখা যায়।
এছাড়া চশমার দোকানগুলোতেও কালো চশমার চাহিদা বেড়েছে এবং কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন একাধিক আক্রান্ত রোগী।
রোগীরা জানান, ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুটি চোখের ড্রপ কিনতে বাজারের বিভিন্ন ফার্মেসিতে ঘুরে একটি আইড্রপ পেয়েছেন কিন্তু এমআরপির চেয়ে বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে। এমনকি কালো চশমা কেনার জন্য চশমার দোকানে গেলেও অনেকটা বেশি দামে চশমা কিনতে হচ্ছে।
নওয়াপাড়া বাজারের অপটিকসের মালিকরা জানান, কালো চশমা পাওয়া যাচ্ছেনা। কমসংখ্যক পাওয়া গেলেও দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। তবে বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ওভাররেটে চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট বিক্রি করছেন বলে জানা যায় । তারা প্রেসক্রিপশন দিলে বাড়তি দামে ড্রপ দিচ্ছেন অন্যথায় নেই বলে জানিয়ে দিচ্ছেন।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, এই রোগের সংক্রমন এমন আবহাওয়ায় হয়ে থাকে, চিন্তিত হবার কিছু নেই এই আবহাওয়া কেটে গেলে ঠিক হয়ে যাবে।চোখ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। চোখে চশমা ব্যবহার করলে ভালো হয়।সকলকে সচেতন থাকতে হবে।
Leave a Reply