গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।
বার্ষিক সার্ভিস ও গ্রাহদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,এসিআই মটরসের রাজশাহী রিজিওনাল ম্যানেজার মাহফুজুর রহমান,রাজশাহীর এরিয়া হেড রাশেদুজ্জামান, এসেসমেন্ট ও রেকভরী অফিসার মাহবুব আলম,প্রডাক্ট ম্যানেজার আলমগীর ও গোদাগাড়ী টেরোটরী সিনিয়র ম্যানেজার জালালউদ্দীনসহ স্থানীয় সোনালীকা ট্রাক্টরের গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি সোনালীকা ট্রাক্টর এর ফ্রি সার্ভিস, বুকিং ও স্পেয়ার পার্টসের উপর ডিসকাউন্ট,ফ্রি মেডিকেল চেকআপ,- সোনালীকা ট্রাক্টর প্রদর্শনী,- উদ্যোক্তার গল্প, গেইম জোন ও সেলফি সেলফি কনটেস্ট ও র্যাফেল ড্র। অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply